সারাদেশ

খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ১

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:৩৪

খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে এবং একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন ময়নাটিলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া (২০) বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা এবং কামাল হোসেনের ছেলে। আহত জাকির হোসেন (৪০) খাগড়াছড়ি সদর এলাকার মো. ওহাব মিয়ার ছেলে।

সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত জাকির হোসেনকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়িগামী একটি পাথর বোঝাই ট্রাক ময়নাটিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল চালক ফিরোজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী জাকির হোসেন গুরুতর আহত হন।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছেন এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।