সারাদেশ

উল্লাপাড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উল্লাপাড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, সকাল ১১:১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌর উন্মুক্ত মঞ্চ থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর উন্মুক্ত মঞ্চে শেষ হয়।

মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শাহ জালাল।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম. আকবর আলী। 

তিনি বলেন, উল্লাপাড়াকে আমি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলেছি। এ শিক্ষা ও শান্তির নগরীতে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা চাইতে আসে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। উল্লাপাড়া হবে বাংলাদেশের একটি আলোকিত মডেল শিক্ষা ও শান্তির নগরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, খাজা মঈন উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল মোমেন শফি, কৃষক দলের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক সন্টু এবং আরও অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অটুট থেকে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।