অপরাধ

পটিয়ায় ২০৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১

পটিয়ায় ২০৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, সকাল ১১:১২

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিপুল পরিমাণ চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১ জানুয়ারি) সকালে কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই মো. রাসেলের নেতৃত্বে স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে ২০৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মো. আলাউদ্দিন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এসআই রাসেল জানান, স্থানীয় ইউপি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে মোজাহের মিয়ার বাড়িতে অভিযান পরিচালিত হয়। বাড়ির পাশে একটি টিনসেট ঘর থেকে এসব চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয়দের সহযোগিতায় মদ বিক্রেতা আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল হাকিমের ভাতিজা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাচার প্রভাবের কারণে আলাউদ্দিন মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শুধু চোলাই মদ নয়, তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রেতা হিসেবেও পরিচিত।

অভিযানে উপস্থিত স্থানীয়রা জানান, আলাউদ্দিনের মাদক ব্যবসার কারণে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন। তবে চাচার ছত্রছায়ার কারণে কেউ মুখ খোলার সাহস পেতেন না। সম্প্রতি সরকারের মাদকবিরোধী অভিযান চালু হওয়ায় এলাকার মানুষ সাহস পেয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করে।

এসআই রাসেল জানান, গ্রেপ্তারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। অভিযানে স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা জুয়েল, আবছার, মনির, সাগর, মিজান জয়সহ এলাকার আরও অনেকেই উপস্থিত ছিলেন।