নওগাঁর রানীনগরে প্রতি বছরের মতো এবারও পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহে চার দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মেলার দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে জামাই-মেয়েরা একসঙ্গে মেলায় এসে প্রয়োজনীয় কেনাকাটা করছেন।
মেলার প্রধান আকর্ষণ বড় আকারের মাছ ও মিষ্টির দোকান। উন্মুক্ত স্থানে মেলা হওয়ায় দর্শনার্থীরা অবাধে চলাফেরা করতে পারছেন। সকাল থেকে নানা বয়সের নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা দলবেঁধে মেলায় আসছেন।
উপজেলার পারইল ইউনিয়নের বিল বিলকৃষ্ণপুর গ্রামের মাঠে বয়লাগারী নামক স্থানে শতবর্ষ আগে থেকে এই মেলা বসে আসছে। স্থানীয় নূরু মিঞার নেতৃত্বে কিছু গাছ লাগানোর মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়। সময়ের ব্যবধানে মেলাটি এখন আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। মেলাটি গ্রাম থেকে সহজে পৌঁছানোর সুবিধার্থে কয়েক বছর ধরে গ্রামের কাছেই আয়োজন করা হচ্ছে।
বউ মেলার দ্বিতীয় দিনে জামাই-মেয়েদের ভিড় ছিল উল্লেখযোগ্য। জামাই মোজাহার হোসেন জানান, আমি প্রতি বছর এই মেলায় আসি এবং এবারও প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি। মেলার পরিবেশ অত্যন্ত ভালো।
মেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান বাচ্চু বলেন, আমাদের গ্রামের প্রতিটি বাড়ি মেলা উপলক্ষে মেয়ে, জামাইসহ আত্মীয়স্বজনের পদচারণায় মুখরিত। এই মেলা আমাদের সংস্কৃতির একটি বড় অংশ।
রানীনগর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, মেলার নিরাপত্তার জন্য স্থানীয় কমিটির পাশাপাশি পুলিশের নজরদারি রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেলার পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
মতামত