নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) কেন্দুয়া কলেজ শাখা ছাত্রদল, পৌর ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
আনন্দ মিছিল, আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে ছাত্রদল। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জয়হরি স্পাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে একত্রিত হন ছাত্রদলের নেতাকর্মীরা।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে নেতৃত্ব দেন কেন্দুয়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী রাকিব হাসান জাহিদ (গগন), বর্তমান আহ্বায়ক আমিনুল ইসলাম (জেনিস), এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রাহুল মিয়া।
আলোচনা সভায় আমিনুল ইসলাম (জেনিস) বলেন, "শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই মূলনীতির ভিত্তিতে আমরা ছাত্রদলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।" রাকিব হাসান জাহিদ (গগন) বলেন, তারেক রহমানের আদর্শকে ধারণ করে ভালোবাসার মাধ্যমে জনগণের মন জয় করতে চাই। সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রাহুল মিয়া বলেন, সুশৃঙ্খল রাজনীতিই একটি আদর্শ সমাজ গঠনে সহায়তা করতে পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
কেক কাটা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে শেষ হয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মতামত