সারাদেশ

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মরদেহ উদ্ধার

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৫, রাত ১০:৪৭ আপডেট : ১ জানুয়ারি ২০২৫, রাত ১১:৪৬

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধুপুরে অবস্থিত মেসার্স জিল্লুর অটো রাইস মিল এর সামনের ধান খেতে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ।

আজ বুধবার (০১ জানুয়ারি) উপজেলার মধুপুর এলাকার স্থানীয় জনগণ ধান খেতে মড়াদহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা দিয়ে যাওয়ার সময় ধান খেতে লাশটি দেখতে পেয়ে আশপাশে লোকজনকে ডাকাডাকি করে। স্থানীয়রা লাশটি দেখে চিনতে পারেননি।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু জানান, উদ্ধারকৃত মরদেহটি আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানের। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুরের কেরুয়া ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মিরপুরে বসবাস করতেন। ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত তার স্ত্রী-এর সাথে ফোনে কথা হয়েছিল

ওসি আরও জানান, এই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।