সারাদেশ

কাউনিয়ায় এই প্রথম ‘‘মম’স-কিচেন” রেস্টুরেন্টের উদ্বোধন

কাউনিয়ায় এই প্রথম ‘‘মম’স-কিচেন” রেস্টুরেন্টের উদ্বোধন

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৫, রাত ১০:৩৯

রংপুরের কাউনিয়ায় এই প্রথম আধুনিক মানসম্পন্ন ‘মম’স-কিচেন’ (মায়ের রান্নাঘর) নামের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) বিকালে রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকায় ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সভাপতি মো. ইদ্রিস আলী (অবঃ বিডিআর)।

এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মীর জাফর আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও কৃষিবিদ ডা. ফেরদৌস হাসান জনি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, মো. দুলাল মিয়া ও মো. মিজানুর রহমান মিনুসহ আরও অনেকে।

‘মম’স-কিচেন’ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোছা. মনিরা আক্তার ও সহকারী জীবন মাধুর্য জানান, এই প্রথম কাউনিয়ায় সুলভ মূল্যে চাইনিজ, থাই ও বাংলা খাবারের পাশাপাশি পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, সুপ, পাস্তা এবং অন্যান্য ফাস্ট ফুড আইটেমও পাওয়া যাবে। 

উদ্বোধনের পর রেস্টুরেন্টটির দিকে স্থানীয়দের আগ্রহ লক্ষ্য করা যায়, যা অঞ্চলে নতুন রেস্টুরেন্টটির জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করছে।