ছবি : মুন টাইমস
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডোমারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারি) সকালে উপজেলা ডোমার হাইস্কুল মাঠ থেকে উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন বাটার মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রাকিব আল আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ।
এ সময় অন্যান্য বক্তৃতা প্রদান করেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সামিউল আরেফিন হৃদয় প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের সদস্য সচিব আশিকুর রহমান আশিক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. লোকমান হোসেন লাভলু, ডোমার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মোহাম্মদ সিথুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অতিরিক্ত শীতকে উপেক্ষা করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতামত