নওগাঁর মহাদেবপুরে একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে হঠাৎ উঠে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে।
ঘটনাস্থলেই মারা যান বাসচালকের সহকারী মোশাররফ হোসেন (৪২), যিনি মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের বাসিন্দা। বাসের আরেক যাত্রী, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফতাব উদ্দিন (৫০), গুরুতর আহত অবস্থায় রাজশাহী নেওয়ার পথে মারা যান।
আহতদের মধ্যে কয়েকজনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ জেনারেল হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, বাসটি ধামইরহাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত