গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
বুধবার (১ জানুয়ারি) সদর পৌরপার্ক মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুজ্জামান (রাফি), যিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট কাজী আবুল খায়ের, গোপালগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী সোহেল, সাবেক ভিপি ডা. কে.এম বাবর, এস.এম জিয়াউল কবীর বিপ্লব, শেখ হাসিবুর রহমান (হাসিব), রিয়াজ উদ্দিন লিপটন, মো. সাইফুল ইসলাম, এবং অন্যান্য ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দীর্ঘ ১৬ বছর পর খোলা আকাশের নিচে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। দিনব্যাপী আয়োজনে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নেতারা বক্তব্য দেন এবং ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতামত