সারাদেশ

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৩২

নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের মতো নওগাঁ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেতে শুরু করেছে। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে বইপ্রাপ্তির উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সকালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ। তবে বই সরবরাহে সীমাবদ্ধতার কারণে চাহিদা অনুযায়ী সব শিক্ষার্থী নতুন বই পায়নি।

নওগাঁ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর মাধ্যমিক পর্যায়ে ৪২ লাখ ১৭ হাজার ১৯৮টি বইয়ের চাহিদা থাকলেও বিভিন্ন উপজেলায় আংশিক বই পৌঁছেছে। সদর উপজেলায় মোট চাহিদার মধ্যে ২২ হাজার ৪০০টি বই সরবরাহ করা হয়েছে। মহাদেবপুর, আত্রাই, পোরশা, মান্দা, ধামইরহাটসহ অন্যান্য উপজেলাগুলোতেও প্রয়োজনীয় সংখ্যক বই পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে ১৩ লাখ ৫১ হাজার ৩৫২টি বইয়ের চাহিদার বিপরীতে প্রথম থেকে তৃতীয় শ্রেণির জন্য ২ লাখ ৮৫ হাজার ৬৩টি বই সরবরাহ করা হয়েছে।

জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চাহিদা অনুযায়ী সব বই এখনও পাওয়া যায়নি। যা এসেছে, তা আজই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আশা করছি শীঘ্রই বাকি বইগুলো পৌঁছে যাবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তিনটি করে নতুন বই দেওয়া হয়েছে। বাকিগুলোও দ্রুত সরবরাহের চেষ্টা চলছে।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দ যেন সীমাহীন। তবে পর্যাপ্ত বই সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।