সারাদেশ

বীরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের বর্ণাঢ্য র‍্যালি

বীরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:২৯

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। তবে দলীয় বিভাজনের কারণে ছাত্রদল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পৃথকভাবে এ উদযাপন সম্পন্ন করে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন অংশের কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী। অন্যদিকে, সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বাধীন অংশের কার্যক্রম পরিচালনা করেন থানা ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল মাহমুদ বিপ্লব।

কর্মসূচির শুরুতে উভয় গ্রুপ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে। এরপর বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আকাশ চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ সকালে র‍্যালি ও আলোচনা সভা সম্পন্ন করে, যেখানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার এবং যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, ইকবাল মাহমুদ বিপ্লবের নেতৃত্বাধীন গ্রুপের র‍্যালি বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। তাদের গ্রুপে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, এবং বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম।

উভয় গ্রুপের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অবদানের ওপর আলোচনা করা হয়। পাশাপাশি বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তবে স্থানীয়ভাবে বেশ কিছুদিন ধরে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করতে দেখা যাচ্ছে। বিশেষ করে প্রবীণ নেতারা সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলুর গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় রয়েছেন।

উভয় গ্রুপের আয়োজনে ছাত্রদল, যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।