নাটোরের লালপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালি ও পথসভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজনের নির্দেশনায় সকালে
লালপুর হল মোড়স্থ উপজেলা ছাত্র দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দীন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকাশ, মিরাজুল ইসলাম, মিলন, আল আমিন, নাজমুল, সদস্য সুমন, আইনুল, সোহান প্রমুখ।
মতামত