খাগড়াছড়ির রামগড়ে দশ মাদক মামলার আসামী এবং ৬০ লিটার চোলাইমদসহ তিন মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) পুলিশ সূত্রে জানানো হয়, গতকাল রাত সাড়ে দশটার দিকে রামগড় বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে দশ মাদক মামলার আসামী মুন্নি আক্তার (৪২) এবং তিন মাদক মামলার আসামী প্রিয়া রানী মালাকার (৫০) দু'জনেই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই এ,বি,এম তারেক হোসেন ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে রামগড় বাজারের মধুবন শো-রুমের সামনে থেকে তাদের আটক করে। এ সময় ৬০ লিটার চোলাইমদও উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।
মতামত