অপরাধ

ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৪০

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ০৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে। অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের সার্বিক দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

এসআই (নিঃ) মাসুদ জামালী ও তার দল বিশেষ ক্ষমতা মামলার আসামী মোঃ রফিকুল ইসলাম রবি (৪২) কে কোতোয়ালী মডেল থানার চায়না মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৩০০ পিস কম্বল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, এসআই (নিঃ) খলিলুর রহমান ও তার দলের অভিযানে মহনগর যুবলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম রবিন (২৭) কে আকুয়া মোড়লপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর পরিচালিত অভিযানে আরও ০৫ জন আসামী গ্রেপ্তার হন, যাদের মধ্যে সুনীল চন্দ্র দাস (৪৩), মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫), আলমগীর কবির (৪৮), মোঃ মজিবর রহমান (২৮) এবং মোঃ হোসেন আলী (২৬) রয়েছেন।

এছাড়া, এসআই (নিঃ) ফিরোজ আলী প্রতারণা মামলার আসামী মোঃ আব্দুর রশিদ (৪২) কে জামালপুর সদর থানাধীন নয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।

এসআই (নিঃ) মাজহারুল ইসলাম এক পরোয়ানা তামিল করেছেন এবং পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আঃ হাকিম বেপারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত সকল আসামীকে আদালতে পাঠানো হয়েছে।