ছবি : সাদ্দাম উদ্দিন রাজ
নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে অবস্থিত সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে সোমবার (৩০ ডিসেম্বর) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সুশিক্ষায় আপনাদের সন্তানদের শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, এবং স্কুল থেকে বাসায় ফেরার পর শিক্ষকদের পড়াশোনার বিষয়ে সন্তানদের সাথে আলোচনা করবেন।
তিনি আরো বলেন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, পরিচালনা কমিটি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমর্থন ও সহযোগিতা প্রদানের আহ্বান জানাই।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল— সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পরীক্ষার ফলাফল প্রকাশ। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত