“এসো সুন্দর সমাজ সাজাই, আমরা স্বেচ্ছাসেবী সবাই” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য খেলার মাঠ সংস্কারের মধ্য দিয়ে সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রেওয়ানুল করিম রানা, সমন্বয়কারী মো. শাহ আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রেওয়ানুল করিম রানা বলেন, আমাদের এই কর্মসূচি মাসব্যাপী চলবে, তার ধারাবাহিকতায় আমরা এই বিদ্যালয়ের ছাত্রীদের জন্য খেলার মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করি।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, ছাত্রীদের জন্য খেলাধুলার মাঠ পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনকে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মতামত