গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জয়নগর বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী হাবিব শেখ ও চা দোকানি বাদশা গাজীকে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করেন।
গত দুই দিন আগে এই অগ্নিকাণ্ডে জয়নগর বাজারে একটি চা দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এর ফলে চা দোকানি বাদশা গাজী তার একমাত্র আয়ের উৎসটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।
এ সময় ইউএনও ফারজানা জান্নাত ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মতামত