অপরাধ

তাড়াশে জেলে থেকেও গায়েবি স্বাক্ষরে হচ্ছে বেতন ভাতা

তাড়াশে জেলে থেকেও গায়েবি স্বাক্ষরে হচ্ছে বেতন ভাতা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৩৯

তাড়াশ উপজেলার মাটিয়ামালী পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুঞ্জুরুল হক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রবিউল করিম, যারা বর্তমানে এক মাসের অধিক সময় জেল হাজতে রয়েছেন, তাদের বেতন ভাতার সীটে গায়েবি ভাবে স্বাক্ষর করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, তারা জামিন না মঞ্জুর হওয়ায় বর্তমানে কারাগারে থাকলেও বিদ্যালয়ের বেতন ভাতার সীটে তাদের নামের স্বাক্ষর করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রুহুল আমিন, যিনি নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, তাদের এই অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন। এ ব্যাপারে, বিদ্যালয়ের হাজিরা খাতায় তাদের উপস্থিতির কোনো উল্লেখ নেই, কিন্তু বেতন ভাতার সীটে তাদের নামের স্বাক্ষর নিয়মিতভাবে দেখা যাচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রধান শিক্ষক রুহুল আমিন ২০১৪ সালে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজার সাথে বিরোধে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ওই কর্মকর্তা মারধরের শিকার হন এবং থানায় মামলা হয়।

এদিকে, জেলে থেকেও বেতন ভাতার সীটে স্বাক্ষর করার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাহমুদ হাসান বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার কাছে অভিযোগ করেন। ইউএনও বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষককে তার দপ্তরে ডাকা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।