সারাদেশ

বিরলের রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিরলের রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৩২

বিরলে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে রাণীপুকুর ইউনিয়নে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে কৃষকদের সামনে বিএনপির অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড আব্দুল আজিজ। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইনসুর আলম আক্কাস।

ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, যুগ্ম আহ্বায়ক মমতাজুল আলম স্বপন, উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলম কাজল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মোজারুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি হামিদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, বিরল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি সিদ্দিক প্রমুখ।

শেষে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।