চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুশান্ত চন্দ্র বর্মনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) নাচোল সরকারি কলেজের ইসলাম উদ্দিন, পার্বতীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ফয়সাল করিবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদের উজ্জীবিত করতে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
মতামত