সারাদেশ

তারুণ্যের উৎসবে মুখরিত আক্কেলপুর

তারুণ্যের  উৎসবে মুখরিত আক্কেলপুর

ছবি : তারুণ্যের উৎসবে মুখরিত আক্কেলপুর


প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৫৪ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৪৬

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। 

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। তিনি উৎসবের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে, উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ঢাক ঢোল, ঘোড়ার গাড়ি, লাঙ্গল কাঁধে কৃষক, মৎস্য জীবির কাঁধে জাল নিয়ে অংশগ্রহণ করেন। এরপর দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কামনাশিস সরকার, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও’র নারীরা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মৎস্য জীবি, কৃষকসহ সাংস্কৃতিক কর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, গ্রামীণ মেলা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।