চট্টগ্রাম মহানগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ চট্টগ্রাম পিটিআই সংলগ্ন পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে বিভিন্ন শ্রেণীতে ভর্তি আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের সরকারি বিধি মোতাবেক ভর্তির লটারি কার্যক্রম আজ ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার দুপুরে আবেদনকৃত শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে স্বচ্ছতা সহকারে অনুষ্ঠিত হয়।
উক্ত লটারি কার্যক্রমে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ফারজানা নাজনীন সেতু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম; জনাব শাহীন আক্তার চৌধুরী, সুপারিনটেনডেন্ট, পিটিআই চট্টগ্রাম; জনাব রুবিনা পারভীন, সহকারী সুপারিনটেনডেন্ট, পিটিআই চট্টগ্রাম; জনাব মো. ফারুক হোসেন, ইন্সট্রাক্টর, শারীরিক শিক্ষা, পিটিআই চট্টগ্রাম। সঞ্চালনায় ছিলেন পলি চৌধুরী, শিক্ষক, পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই চট্টগ্রাম।
মতামত