সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২৭

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। উদ্বোধনী র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

র‍্যালিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নীত প্রাপ্ত) মো. আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক কুরবাতুল আইন কানিজ, কেন্দ্রীয় অর্গানাইজার নিশাত আহমেদ, স্কাউট ও গার্লস গাইডসের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সচেতনতা প্রচার, আলোচনা অনুষ্ঠান, বইমেলা, কারু শিল্প মেলা, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা, পরিবেশ দূষণ প্রতিকার সচেতনতা কার্যক্রম, স্মারক ডাকটিকিট প্রকাশ, মোবাইল ডাটা প্যাকেজ ঘোষণা, বিদ্যালয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন থাকবে।

এ উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয় মূল্যবোধ ও সমাজ উন্নয়নে আগ্রহী করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।