সারাদেশ

কৃষককে পেটানোর অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

কৃষককে পেটানোর অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২১

নোয়াখালীর হাতিয়ায় কৃষক ও তার ছেলেকে পুলিশ ফাঁড়িতে ডেকে পেটানোর অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তরা হলেন বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনি এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাহেদ কামার।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রায়সুল হায়দার বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলার যুবদলের অধীনস্থ বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় যুবদল বহন করবে না। একইসঙ্গে দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রুবেল উদ্দিন রনির বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি এবং কৃষি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। জমির মালিক জসীম উদ্দিনের বর্গাচাষি মোস্তফাকে ধান চাষে বাধা প্রদান এবং হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে বেশ কিছু কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর সাগরিয়া পুলিশ ফাঁড়িতে কৃষক জসীম উদ্দিন এবং তার ছেলে পল্লী চিকিৎসক রোকাম হোসেনকে ডেকে এনে পিটিয়ে আহত করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল উদ্দিন রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আমিন সুমন বলেন, যে কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পরিষ্কার যে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে দলের পক্ষ থেকে কোনো দায় বহন করা হবে না।