বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ।
সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, একাত্তর টিভির প্রতিনিধি এ. কে. এস. রোকন, নাগরিক টিভির প্রতিনিধি ফারুক আহমদ চৌধুরী, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু, সাজদুল হক সাজু প্রমুখ। এছাড়া স্থানীয় পত্রিকা ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, ‘দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মো. কামাল উদ্দিন এবং ‘দৈনিক গৌড় বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, জেলার বিভিন্ন সমস্যার সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মতামত