সারাদেশ

সালথায় হতদরিদ্রের মাঝে বিএনপির কম্বল বিতরণ

সালথায় হতদরিদ্রের মাঝে বিএনপির কম্বল বিতরণ

ছবি : সালথায় হতদরিদ্রের মাঝে বিএনপির কম্বল বিতরণ


প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, রাত ১১:১০ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, রাত ১১:৩৪

ফরিদপুরের সালথায় নিজ নির্বাচনী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

আজ সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) বিকাল ৪টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়, যা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন যৌথভাবে আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন জয়নাল, যুবদল নেতা হাসান আশরাফ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ দলীয় নেতাকর্মীরা।

শামা ওবায়েদ ইসলাম রিংকু তার বক্তৃতায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল পর্যন্ত একটি মেসেজ বারবার দিচ্ছেন। আমি কখনোই আমার দলের নাম ভাঙিয়ে বা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা দখলবাজি করতে দিব না। যদি কেউ এই কাজগুলো করে, তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি যৌক্তিক সময়ে নির্বাচন দেখতে চায়। যতদিন না জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসবে, ততদিন দেশের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে না।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং বলেন, ৩১ দফায় আগামীর বাংলাদেশ গড়তে যা যা প্রয়োজন, তা বলা হয়েছে। যেখানে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একযোগে থাকবে।

অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম রিংকু নিজ হাতে প্রায় ২ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।