কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মসজিদুল হুদা ও চৌড়াঙ্গী মোড়ে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে নিহত আশরাফুল ইসলামের বাবা আয়নাল হকসহ বিএনপি ও যুবদল নেতারা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুর রহমান তৌফিক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল।
মানববন্ধনে নিহত আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করে তার দুইটি অবুঝ সন্তানকে এতিম করে দিয়েছে। থানা চত্বরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। আমি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করছি।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে একটি প্রেমঘটিত বিষয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পরদিন নিহতের বাবা আয়নাল হক ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি সুলতান আহম্মেদ (৪০) র্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে।
মতামত