সারাদেশ

বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:০৬

আজ, মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪), পাবনা জেলার বিশিষ্ট কবি, লেখক, সাহিত্য সংগঠক এবং সমাজ সংগঠক ডাঃ আব্দুল হালিম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ১৯৫৮ সালের ১২ নভেম্বর পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। যদিও শৈশবে তিনি নানা অবহেলা ও সামাজিক তুচ্ছতাচ্ছিল্যের শিকার হন, তবুও তার মেধা এবং সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন।

কবি হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে শৈশবেই, “আজব ফুল” শীর্ষক কবিতার মাধ্যমে। তার প্রতিভা ও পরিশ্রম তাকে একজন প্রতিষ্ঠিত লেখক ও সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পেশাগত জীবনে তিনি হিড়িন্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে প্রথম অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে বিদায় নেন। এছাড়া, তিনি একজন প্রশিক্ষিত পল্লী চিকিৎসক হিসেবে মানবসেবায় নিয়োজিত ছিলেন।

ডাঃ আব্দুল হালিম মাস্টার একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একদিকে যেমন “স্মৃতির পাতা” এবং “স্মৃতির পাতা-২” নামে কাব্যগ্রন্থ রচনা করেছেন, তেমনি তার অসংখ্য কবিতা দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। তিনি “মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরি”সহ বিভিন্ন দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র এবং তিন কন্যার জনক। তার জ্যেষ্ঠপুত্র এস এম মনিরুজ্জামান আকাশ পাবনার একজন বিশিষ্ট কবি এবং সাংবাদিক। ২০২২ সালের ৩১ ডিসেম্বর, পাবনায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশগ্রহণের সময় বিকেল ৩:৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও মাগফিরাত কামনা করা হয়েছে। কবি ডাঃ আব্দুল হালিম স্মৃতি সাহিত্য সংসদ এ উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।