গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অনুমোদনহীন কীটনাশক ও গো খাদ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাজড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন গাজী এগ্রো কেয়ারের তৈরি গাজী জিংক এবং গাজী এগ্রোভেট নামে দুটি কৃষি পণ্য, যার পরিমাণ ৩৯০ কেজি, মাজড়া বাজারের ব্যবসায়ী ইয়াসিন মোল্লার প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়।
ইউএনও ফারজানা জান্নাত জানান, এ ধরনের অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল গো খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান, মোঃ মামুন মৃধা এবং মোঃ মাজহার হোসেন। এলাকাবাসী এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
মতামত