কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) কুড়িগ্রাম বর্ডার গার্ড পাবলিক স্কুল প্রাঙ্গণে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়।
এ সময় লেঃ কর্নেল মোঃ মাসুদুর রহমান, অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে এবং বিজিবি সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকবে।
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ পেয়ে তারা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের সহযোগিতাকে সাধুবাদ জানান।
মতামত