ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফেনসিডিলসহ তাহমিনা সরকার (২৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম দক্ষিণ পাড়ার আব্দুল বারেকের মেয়ে।
দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়সহ বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তাহমিনা। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকার সবুজ বাংলা হোটেলের সামনে তাকে আটক করা হয়। তাহমিনার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই মো. আবু তাহের ও এসআই মো. জয়নাল আবেদীন এ অভিযান পরিচালনা করেন। সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে থাকা তাহমিনার ব্যাগ তল্লাশি করার সময় তিনি নিজেকে পুলিশ সদস্যের স্ত্রী বলে দাবি করেন।
তাহমিনা মুঠোফোনে এক ব্যক্তির পুলিশ পোশাক পরা ছবি দেখিয়ে তল্লাশি বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু সরাইল পুলিশ তার কৌশলে পা না দিয়ে তল্লাশি চালিয়ে তাহমিনার ব্যাগ থেকে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশ ফেনসিডিল উদ্ধারের পর তাহমিনা কৌশলে দাবি করেন যে ব্যাগটি তার নয়। তবে বাসের অন্য যাত্রীরা তার মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তাকে দোষী সাব্যস্ত করেন।
সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, তাহমিনা একজন মাদক সম্রাজ্ঞী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এই সফল অভিযানে মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে।
মতামত