বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ডিবি রোডে গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জুতার মালা শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় নয়, তা পুরো মুক্তিযোদ্ধা সম্প্রদায়ের এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষের গলায় পরানো হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। এ ঘটনাকে তারা ইতিহাসে বিরল ও কল্পনাতীত অপমান হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধনটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার আলি আকবর এবং সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক মাহমুদুল হক শাহজাদা। এতে বক্তব্য রাখেন প্রাক্তন ডেপুটি কমান্ডার ওয়াসিকার মোহাম্মদ ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা বাছেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, হাবিবুর রহমান, আজাহার আলী, মশিউর রহমান চানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্তা করা পুরো জাতির জন্য লজ্জাজনক। এ ধরনের ঘটনা মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীনতার চেতনাকেও অপমানিত করেছে। অপরাধের বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু এমন হেনস্তা শুধু একজন ব্যক্তি নয়, পুরো জাতির প্রতি অপমান।
তারা আরও বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি এর পুনরাবৃত্তি ঘটে, তবে ১৯৭১ সালের মতোই আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকব।
এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, একটি স্বাধীন জাতি তার মুক্তিযোদ্ধাদের অবমাননা করতে পারে না। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা গভীর শোক, ক্ষোভ ও নিন্দা জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
মতামত