সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রকে ৫৯ বিজিবির ১ লাখ টাকার অনুদান

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রকে ৫৯ বিজিবির ১ লাখ টাকার অনুদান

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:৩৪ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:০৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আহত মো. আসমাউল হুসনা (২৫)-এর হাতে এই অর্থ তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।

আসমাউল হুসনা শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা। তিনি গত ২১ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হন। তার চিকিৎসার ব্যয়ভার মেটাতে এই অনুদান প্রদান করা হয়েছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এই ধরনের সামাজিক কার্যক্রম বিজিবি সবসময় চালিয়ে যাবে। আমরা সমাজের প্রতিটি স্তরে সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, মহানন্দা ব্যাটালিয়ন এর পক্ষ থেকে পূর্বেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আহত ছাত্র ও তার পরিবার এই সহায়তার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।