সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক এর ২৮ লাখ ৫৫ হাজার টাকা লুটের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১১ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে।
১২ ডিসেম্বর উল্লাপাড়া পৌর বাসটার্মিনাল এলাকায় র্যাবের পোশাক পরিহিত একদল ডাকাত ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের দুই কর্মী—মামুনুর রশিদ ও মিরাজ হোসেনকে অপহরণ করে। পরে তাদেরকে সিরাজগঞ্জের তারাশ উপজেলার হামকুরিয়া এলাকায় নিয়ে গিয়ে হাত-পা বেঁধে, ২৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাই করে।
এ ঘটনায় পরদিন উল্লাপাড়া থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাহজাদপুরের বাতিয়া গ্রামের জীবন পারভেজ রেজা (৪৭), বাচ্চু মিয়া (৪৭), রবিউল করিম (৪৫), রাজনগর থানার আফজাল মিয়া (৪০), জুলিকাঠি নলছিড়ি এলাকার মো. জয় (৪০), মতলব উত্তর চাঁদপুরের সুমন মিয়া (৪০), শ্রীরবদী ধাতুয়া এলাকার সুমন মিয়া (৪৭), শাহাদাত হোসেন (৫৫) এবং অন্যান্য সদস্যরা।
গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি X-NOHA মাইক্রোবাস,১টি মোটরসাইকেল,১ জোড়া হ্যান্ডকাপ,র্যাবের পোশাকের কটি,১টি খেলনা পিস্তল,১টি অকিটকি সেট,নগদ টাকা।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন এর নির্দেশনায় ডাকাতদল ধরতে একটি টিম গঠন করে। পরে সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ একরামুল হোসাইন এর নেতৃত্ব পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করে অভিযুক্তদের সনাক্ত করতে সক্ষম হয়। ডাকাতির ঘটনার সাথে জড়িত ১১ জনকে গোয়েন্দা পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মতামত