মনোহরপুর সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর সকাল ৯টা সময়ে মনোহরপুর বিএপিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনার সময় একজন চালক আক্রান্ত হয়েছেন এবং নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোঃ মুক্তার হোসেন (২৪) নেতৃত্বে এসআই জোবায়ের হোসেন, এসআই জুলফিকার আলী, এএসআই বিপ্লব মন্ডল, কনস্টেবল লোকমান হোসেন, কনস্টেবল মাসুদ রান, কনস্টেবল আরিফ হোসেন এবং কনস্টেবল সোহেল মাহমুদ সহযোগিতায় এই অভিযানে ০১ জন ব্যক্তিকে ০১টি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। অভিযানে আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে ১৮টি অবৈধ মোবাইল, ০১টি নৌকা এবং ০১টি মোটরসাইকেল চোরাচালানের কাজে ব্যবহৃত হওয়ায় জব্দ করা হয়।
দুর্ঘটনায় নিহত চালক তুফান ইসলাম রাসেল (২৫) ছিলেন ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে। তিনি ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডা যাওয়া পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা সর্বদা সচেষ্ট আছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত