ছবি : মুন টাইমস
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সহধর্মিণী প্রয়াত আয়শা ইসলামের স্মরণে আয়োজিত প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫-এর চতুর্থ খেলা ডোমারের আজিজার মিয়ার হাটে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের চতুর্থ খেলায় লালমনিরহাট প্রমিলা ফুটবল একাডেমি ও বোদা উপজেলা ফুটবল একাডেমি মুখোমুখি হয়।
বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। খেলার উদ্বোধন করেন উপজেল মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী।
অবঃ শিক্ষক মোঃ রবিউল ইসলামের সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিলি, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রতাব চন্দ্র রায় প্রমুখ।
ঢাকা থেকে আগত বাফুফে লাইসেন্সপ্রাপ্ত রেফারি নিলা রানী নাথের নেতৃত্বে খেলা পরিচালিত হয়। সহকারী রেফারি ছিলেন ইশরাত জাহান লিজা ও আফরোজা খন্দকার।
খেলার শুরুতেই লালমনিরহাট ফুটবল একাডেমির ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মুনকির কিকে বল জালে জরালে ১ গোলে এগিয়ে যায় লালমনিরহাট। পরবর্তীতে নির্ধারিত সময়ে বোদা উপজেলা ফুটবল একাডেমি গোল করতে না পারায় জয়লাভ করে লালমনিরহাট প্রমিলা ফুটবল একাডেমি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আয়শা ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে, যা স্থানীয় যুবসমাজ ও নারীদের খেলাধুলায় অনুপ্রাণিত করবে।
মতামত