চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের বিশ্বরোড মোড়ে এসোসিয়েশনের নিজস্ব অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সদস্য মুনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব শাহীন আকতার, সিনিয়র যুগ্ম মহাসচিব জমশেদ আলী, যুগ্ম মহাসচিব ইমাম হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রিপন আলী এবং সদস্য বুলবুল আহমেদ, বিপ্লব হাসানসহ এসোসিয়েশনের অন্যান্য প্রতিনিধিরা।
সভায় গত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং আগামী বছর সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। উপস্থিত সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে জেলার সকল সাংবাদিক, সম্পাদক, নির্বাহী সম্পাদক, মফস্বল সম্পাদকসহ অন্যান্য সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। সভায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনকে জেলার সামাজিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আরও পরিচিতি লাভ করার দিকনির্দেশনা দেওয়া হয়।
মতামত