সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:৫২

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কোর্ট চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী এবং চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জমশেদ আলীসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাজধানীর বাংলামোটরে জনবাণীর সম্পাদক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন, এবং বিশেষ প্রতিনিধি বসির হোসেন খানের ওপর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মানববন্ধনে সময় টিভি, বাংলাভিশন, দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ সমাচারসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।