দিনাজপুরের বিরলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক বাস্তবায়নে এই সেমিনারটি রোববার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা রহমান। সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার এবং বিরল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান। অনুষ্ঠানে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি এবং তার কার্যকারিতা তুলে ধরেন সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান। তিনি প্রযুক্তির ব্যবহারিক দিক ও তা সম্প্রসারণের উপকারিতা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট পক্ষগুলো অংশগ্রহণ করে। প্রদর্শনীতে স্থানীয় উদ্ভাবন, প্রযুক্তির প্রয়োগ এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সিনিয়র সহকারী সচিব ফারজানা রহমান তার বক্তব্যে বলেন, স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রযুক্তির সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই সেমিনার ও প্রদর্শনী স্থানীয় জনগণের মধ্যে প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি ব্যবহারের প্রসারে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত