সারাদেশ

শিবিরের সাবেক সাথী ও সদস্যদের মিলনমেলা

শিবিরের সাবেক সাথী ও সদস্যদের মিলনমেলা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৪, সকাল ১১:০০

বগুড়া শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্য ভাইদের নিয়ে মিলনমেলার আয়োজন  করেন।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এর পর উদ্বোধনী বক্তব্য দেন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলার অধ্যাপক মাওলানা আছার উদ্দিন তিনি বলেন যে, আওয়ামী লীগের ১৭ বছরের শাসন আমলে তারা এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি। শিবিরের সাবেক সাথী ও সদস্য ভাইদের উদ্দেশ্যে বলেন যে এমন আয়োজন যেন প্রতি বছর অব্যাহতি থাকে। 


প্রধান অতিথি অঞ্চল টিন সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম বলেন যে,বর্তমান জামায়াতে ইসলামীকে শিবিরের সাবেক দায়িত্বশীলরা নেতৃত্ব দিতেছে এবং জামায়াতে ইসলামীর প্রাণ বলা হয় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরকে। তিনি আরও বলেন যে, ছাত্র শিবির এক সময় দেশকে পরিচালনা করবেন।


বিশেষ অতিথি আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার বলেন যে, আওয়ামী লীগের শাসন আমলে তারা কোনো ধরনের প্রোগ্রাম করতে পারেনি এখন আমরা স্বাধীন ভাবে যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারতেছি এবং শিবিরের সাবেক সাথী ও সদস্য ভাইদের রোকন হওয়ার জন্য অনুরোধ করেন। 


বিশেষ অতিথি সাবেক এম.পি বগুড়া আসন-২ অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বলেন যে, শিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন যে যারা শিবিরের কর্মী ছিল তারা যেনো সবাই জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং জামায়াত-শিবিরের ঘাটি তৈরি করার আহ্বান জানান। 


বিশেষ অতিথি সাবেক শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন বলেন যে,শিবগঞ্জ উপজেলার মাঠি জামায়াত-শিবিরের ঘাটি এখানে জামায়াতের পার্থী বিপুল ভোটে জয় লাভ করেছিলেন। এবং শিবিরের সাবেক সাথী ও সদস্য ভাইদের এক সাথে মাঠে কাজ করতে বলেন।


তারা ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শাখার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারাও সাবেক শিবিরের উদ্দেশ্যে এই কথা বলেন যে তারা যেন শিবগঞ্জে স্বাধীন ভাবে সাংগঠনিক কাজ পরিচালনা করেন।