চট্টগ্রাম -১২পটিয়ার সাবেক সংসদ সদস্য,পটিয়ার হুলাইন ছালেহ্-নূর কলেজ, এয়াছিন আউলিয়া সিনিয়র মাদ্রাসা, পাচরিয়া শাহনেওয়াজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়,হুলাইন আমিন শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম জননেতা শাহনেওয়াজ চৌধুরী মন্টু'র ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২৮ডিসেম্বর-২৪ শনিবার হুলাইন এয়াছিন আওলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পটিয়া উপজেলাও পৌরসভা সাবেক ছাত্রদল নেতারদের উদ্যোগে দুপুরে মরহুম শাহনেওয়াজ চৌধুরী কবরে পুষ্প মাল্য অর্পণ,দোয়াও মিলাদ মাহফিল,এতিম ছাত্র ছাত্রীদের মধ্যে কম্বল বিতরণ,মরহুমের রূহের মাগফিরাত কামনায় মেজবানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজদৌল্লাহ্, সাবেক ছাত্রদলনেতা জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী,কলিমুল্লাহ্ চৌধুরী, আবু জাফর, হাসানুর জামান বাবু,আজগর আকবরী,বেলাল হোসেন আবদুল মোতালেব মনু ,দ্বীন মুহাম্মদ,রবিউল হোসেন বাদশা,লুৎফর রহমান লুতু, ফজলুল কাদের, ইমতিয়াজ,সাজ্জাত হোসেন, জমির উদ্দীন মানিক, রবিউল হোসেন রবি,আবদুল হাকিম,নেজাম ,জাহাঙ্গীর মাহমুদ, শাহেদ মাহমুদ চৌধুরী, মোঃ নাছির, বেলাল, মোঃ সোহেল,রুবেল, আবদুল আজিজ,নুরুল হুদা,ফজলুল করিম, মোস্তফা মোর্শেদ,সেলিম মাস্টার,মোঃ রুবেল, সরোয়ার,গাজী মনির,মহি উদ্দীন, ,মোঃ হাবিব, মহিম,নুরুল হক মেম্বার,সাগর,শাহ আলম,শওকত, মামুন,নাজমুল হুদা, নাজিম, কাদের, আনিস, ইফতেখার, শাহজাহান সাজু, আলী আব্বাস,আলমগির, ফোরকান, জসিম উদ্দীন, রাব্বু মেম্বার,গাজী দিদার,কুদ্দুস,সেলিম, ফরিদ, বাদল, মুজিব মেম্বার,জামাল উদ্দীন মিন্টু, কালাম, হেলাল, তুষার, সরোয়ার, মুন্নাসহ প্রমূখ।
মতামত