সারাদেশ

ধোবাউড়ায় চুরি হওয়া মহিষ উদ্ধার, চোর চক্রের ৬ সদস্য আটক

ধোবাউড়ায় চুরি হওয়া মহিষ উদ্ধার, চোর চক্রের ৬ সদস্য আটক

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪, রাত ১১:০৪

ময়মনসিংহের ধোবাউড়ায় চুরি হওয়া ২ মহিষ উদ্ধার করা হয়েছে। একই সাথে চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত ২টি পিকআপ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট  উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামের রাজিব মিয়া তার ৬ টি মহিষ বাড়ির পাশে জিনু মেম্বারের পরিত্যাক্ত ভিটার খলার ভিতরে রেখে যান। পরের দিন  সকালে গিয়ে দেখা যায় ২ টি মহিষ নেই। যার আনুমানিক মূল্য ২,৯০,০০০ টাকা। এই ঘটনায় রাজিব মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার মামলা নং -১৭। জেলা পুলিশ সুপার আখতার উল আলম ও সহকারী পুলিশ সুপার হালুায়াঘাট সার্কেল সাগর সরকারের দিক নির্দেশে অফিসার  ইনচার্জ আল মামুন সরকারের সার্বিক তত্বাবধানে এসআই মিলন মিয়ার নেতৃত্বে ধোবাউড়া থানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে (২৮) ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জাংগালিয়াপাড়া এলাকায় নাজিম উদ্দিনের বাড়ীর সামনে থেকে ০৬ জন আসামী সহ চোরাই যাওয়া কালো রংয়ের ০২টি মহিষ এবং চোরাই কাজে ব্যবহৃত ০২টি পিকআপ উদ্ধার করেন। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন,গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।