পাবনার অতি প্রাচীন নাট্য সংগঠন, পাবনা থিয়েটার'৭৭ এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর থিয়েটার'৭৭ এর নিচে সাংস্কৃতিক চত্বর পাবনায় সন্ধ্যা ৬ টা থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা,স্মৃতিচারণ ও বাউল সংগীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি,গীতিকার, বাচিকশিল্পী ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়, খেলাঘর পাবনার সভাপতি মোঃ আইয়ুব আলী,গণশিল্পী সংস্থা'র সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক,সাথিয়া থিয়েটারের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, উত্তরণ পাবনা'র সহ সভাপতি কবি ও প্রাবন্ধিক মাসুদ হাসান রনি, পাবনা থিয়েটার'৭৭র যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা সিদ্দিকী মুক্তা,পাটশালা'র সাধারণ সম্পাদক শিশির ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরণ পাবনা'র সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল,সদস্য কবি মোহাম্মদ বেলাল হোসেন,পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির সভাপতি আসমা আক্তার খুকী,কবি সাইফুল কামাল,সম্মিলিত সাংস্কৃতিক জেট পাবনার সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী,পাবনা থিয়েটার'৭৭র সাবেক সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে নূরুল বাউলের বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মতামত