নানা আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ মঠবাড়িয়া উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে বাংলাদেশ স্কাউট মঠবাড়িয়া উপজেলা আয়োজনে (২৬-৩০) ডিসেম্বর পর্যন্ত ৬ষ্ঠ মঠবাড়িয়া উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম।
এসময়ে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা,মঠবাড়িয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কেএম হুমায়ুন কবির প্রমুখ।
সাপলেজা মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, আমি এখানে অন্য দলগুলোর সাথে প্রতিযোগিতা এসেছি। অনেকের সাথে দেখা হয়েছে তা সত্যি ভালো লাগার একটা বিষয়। চেষ্টা করবো আমাদের দলকে প্রথম করার।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন,স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে। এই স্কাউট সমাবেশে অংশ নেওয়া ৪৯ টি স্কাউট দল , ৪৪ কাপ ক্যামপুরী, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ও লিডার এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেরদের নিয়োজিত করবেন।
মতামত