সারাদেশ

বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২০তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০৫

বান্দরবানে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বৈশাখী টেলিভিশনের ২০ বছরে পদার্পণ উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বৈশাখী টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মিঠুন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এন এ জাকির, জিটিভির জেলা প্রতিনিধি মোঃ ইসহাক, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কৌশিক দাশ গুপ্ত, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন, আর টিভির প্রতিনিধি শাফায়েত হোসেন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল বশর নয়ন, বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ ওসমান গনি, জাগো নিউজের প্রতিনিধি নয়ন চক্রবর্তীসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে। আগামীতে বৈশাখী টেলিভিশন অনুসন্ধানী ও দূর্নীতিমুলক সংবাদ পরিবেশন করে সবার কাছে আরো বেশী জনপ্রিয় চ্যানেলে পরিনত হবে। সর্বোপরি বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।