সারাদেশ

ময়মনসিংহে ইসলামী বইমেলা ২০২৪ এর শুভ উদ্বোধন

ময়মনসিংহে ইসলামী বইমেলা ২০২৪ এর শুভ উদ্বোধন

প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, রাত ১১:৫৫

ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে ইসলামী বইমেলা ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের পৃষ্ঠপোষকতায় এবং সীরাত কেন্দ্র (সীরাতচর্চা গবেষণা কেন্দ্র) আয়োজিত এই বইমেলা আগামী ১০ দিনব্যাপী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বইমেলার উদ্বোধন করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সভাপতি খালেদ সাইফুল্লাহ সাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন মনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সভাপতি মুফতি মাওলানা মহিবউল্লাহ, এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানাজি হাসান খান। এছাড়া সাদমান ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর ড. হাসানুজ্জামান, ঈদগাহ মাঠ মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, এবং মেলার সমন্বয়ক মো. ওলিউল্লাহ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

বইমেলায় বিভিন্ন ইসলামী প্রকাশনা সংস্থা ও লেখকদের বই প্রদর্শিত হচ্ছে। বইপ্রেমীদের মধ্যে এই মেলা নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।