গোপালগঞ্জ সদর উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি গত ১৯ ডিসেম্বর সদর উপজেলার দায়িত্ব গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন, যমুনা টিভির মোজাম্মেল হোসেন মুন্না, জনকণ্ঠের নিতীশ চন্দ্র বিশ্বাস, এটিএন বাংলার চৌধুরি হাসান মাহমুদ, আরটিভির আবদুল্লাহ আল মামুন, সময় টিভির জয়ন্ত শের আলী, মাছরাঙা টিভির সাবেত আহম্মেদসহ গোপালগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের কোনো দ্বিমত থাকবে না। আমি গোপালগঞ্জে এসেছি উন্নয়ন করতে। এ কাজে সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাই। কোথাও কোনো সমস্যা দেখলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতামত