সারাদেশ

লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৪০

সন্ত্রাসী সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিষিদ্ধের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন, প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম, মুবাল্লীগে দ্বীন ও তৌহিদি জনতা এই কর্মসূচির আয়োজন করে।

রেলগেট সংলগ্ন গোপালপুর বাজার-নর্থ বেঙ্গল সুগার মিলস সড়কের এক পাশে ফেস্টুন ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওলামায়ে কেরামগণ। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা গোপালপুর বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এছাড়া, উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি পেশ করেন ওলামায়ে কেরামদের প্রতিনিধিরা। কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাটোর জেলা জেফাজত ইসলাম এর সহ-সভাপতি হজরত মাওলানা খাবরুদ্দীন, জেলা জেফাজত ইসলাম এর কার্যকরী সম্পাদক হজরত মাওলানা আ: জলিল, নাটোর জেলা তাবলীগ জামাত শুরা হজরত মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুলপুর কওমী মাদ্রাসার মুহাতামীম মুফতি অলি আহমাদ, লালপুর বাজার জামে মসজিদের খতিব হজরত মাওলানা জিয়াউর রহমান, নবীনগর কওমী মাদ্রাসার মুহতামীম হজরত মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লালপুর শাখার সভাপতি সাইদুজ্জামান লিটন, মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর ইসমত আলী প্রমুখ।