বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ত্রি-বার্ষিক সম্মেলন আজ (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও গফরগাঁও শিক্ষক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক একেম জহির, জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক একেম আজাদ, ফুলবাড়িয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. আওসাফুর রহমান, মো. নজরুল ইসলাম (যুগ্ম-সচিব) এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিনি বলেন, অচিরেই বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের আওতায় আসবেন এবং সম্মেলনের সফলতা কামনা করেন।
ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস.এম. মোমতাজ উদ্দিন তার বক্তৃতায় বলেন, যারা ১৭ বছর ধরে শিক্ষক সমিতির কার্যক্রমে অংশগ্রহণ করেননি, তারা বড় পদে আসতে পারবেন না।
সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মো. নাজমুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. নাজমুল আলম সোহাগ, সদস্য সচিব, ভালুকা উপজেলা।
মতামত